
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:২২ এএম
গৌরীপুরে হতদরিদ্র-অসহায়দের মাঝে স্বজনের ঈদসামগ্রী বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ১০:০৫ পিএম

আরও পড়ুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার শতাধিক হতদরিদ্র পরিবার ও অসহায় মাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। তিনি বলেন, গৌরীপুরের স্বজনরা অত্যন্ত মানবিক। আমি দেখেছি প্রত্যেকটা দুর্যোগে ওরা নিজেদের জীবনবাজি রেখে মানুষের কল্যাণে কাজ করেছেন। স্বজনরা রক্ত দিচ্ছে, ত্রাণ দিচ্ছে। করোনাকালীন দুর্যোগে জেলায় সর্বোচ্চ সেবা দিয়েছেন স্বজনরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, পাণ্ডা সুর প্রধান মার্কেটিং কর্মকর্তা শাহীন মাহমুদ, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ বণিক, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, মো. মফিজ উদ্দিন, মোসলেম উদ্দিন, নীবর আহমেদ প্রমুখ।
ঈদসামগ্রী বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, পাণ্ডা সুয়ের প্রধান মার্কেটিং অফিসার শাহীন মাহমুদ, স্বজনের যুগ্ম সম্পাদক গোবিন্দ বণিক, সার্জেন্ট মো. মাসুদ আলম।
প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি, মসুরির ডাল, সয়াবিন তেল, দুধ, পেঁয়াজ, আতব চাল, সুগন্ধি সাবান।