মাছ ধরার সময় নদীতে মিলল বস্তাভর্তি অস্ত্র
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পিএম
বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে এলাকাবাসী মাছ ধরার সময় বস্তা ভর্তি ধারালো অস্ত্রের সন্ধান পাওয়া গেছে। এই বস্তায় ছিল দেশীয় ৩৫টি ধারালো অস্ত্র। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উদ্ধার এসব অস্ত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধারালো অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হিসেবে দেখিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারালো ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট বড় ২৬ টি চাকু।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির এএসআই বলেন, ৪-৫ জন কিশোর উত্তরসাহা পাড়া এলাকার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। বস্তাটি নদীর পাড়ে তুলে বস্তার মুখ খুললে বেরিয়ে আসে দেশীয় ধারালো অস্ত্রগুলো। পরে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের কাছে এসব হস্তান্তর করা হয়।
শেরপুর থানার ওসি রেজাউল করিম বলেন, কোনো অপরাধী চক্রের সদস্যরা এসব ধারালো অস্ত্র করতোয়া নদীর ওই স্থানে লুকিয়ে রাখতে পারে। এ বিষয়ে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।