Logo
Logo
×

সারাদেশ

ডেপুটি স্পিকার ক্ষুব্ধ, উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচ ঢালাই

Icon

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১১:০৭ পিএম

ডেপুটি স্পিকার ক্ষুব্ধ, উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচ ঢালাই

পাবনার সাঁথিয়ায় নিুমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় উদ্বোধনের দিনই পিচ ঢালাই (কার্পেটিং) উঠে গেছে। রোববার উপজেলার বনগ্রাম-চিনাখড়া ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু। এলাকাবাসী পিচ ঢালাই তুলে ডেপুটি স্পিকারকে দেখান। এতে তিনি উপজেলা প্রকৌশলী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের ওপর ক্ষুব্ধ হন। শিডিউল অনুযায়ী কাজ না করলে বিল পরিশোধ না করে কাজ বুঝে নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় ঠিকাদারকে খোঁজ করলে জানা যায় তিনি পালিয়ে গেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু।

জানা গেছে, স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে এ সড়ক ও সেতুর কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান পাবনার সুজানগরের ‘মণ্ডল কনস্ট্রাকশন’। ১৭০০ মিটার সড়ক ও সেতুর নির্মাণ কাজের ব্যয় বাবদ বরাদ্দ ছিল ৪ কোটি ১৫ লাখ টাকা। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অতিরিক্ত রোদের কারণে সড়কের পিচ ঢালাই পাথর উঠে যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম