Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে আরও একটি লজ্জাবতী বানর উদ্ধার

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পিএম

দুর্গাপুরে আরও একটি লজ্জাবতী বানর উদ্ধার

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে একদিনের ব্যবধানে আরও একটি বিলুপ্তি প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। রোববার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রাম থেকে বানরটিকে উদ্ধার করে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসংয়ের স্বেচ্ছাসেবকরা।

প্রাণীটিকে উদ্ধারের পর বনবিভাগের সহায়তায় গহীন বনে অবমুক্ত করে স্বেচ্ছাসেবকরা। 

এর আগে শনিবার রাতে সোমেশ্বরী নদীর বালুচর থেকে বানরটিকে আটক করেন স্থানীয় কয়েকজন শ্রমিক। বানরটিকে নিয়ে যাওয়ার সময় তিনালি বাজারে তাদের আটক করে বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেয়। 

স্থানীয়রা জানান, ওইদিন রাতে সদর ইউনিয়নের তিনালি বাজারে স্থানীয় কয়েকজন শ্রমিক একটি খাঁচার ভেতর অজানা এক প্রাণীকে নিয়ে বাজারে আসে। অনেকেই প্রাণীর সামনে ভিড় করে দেখার চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দা আমিন খান প্রাণীটিকে লজ্জাবতী বানর বলে তাদেরকে জানায় এবং উদ্ধারের জন্য স্বেচ্ছাসেবকদের খবর দেয়। পরে শ্রমিকরা প্রাণীটিকে বাজারে রেখেই পালিয়ে যায়। 

সেভ দ্য এনিমেলস অফ সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, আমরা শনিবার রাতে জানতে পারি তিনালি গ্রামে একটি লজ্জাবতী বানর ধরা পড়েছে এবং স্থানীয় একজন বাসিন্দা প্রাণীটিকে উদ্ধার করে তারা বাড়িতে রেখেছে। পরবর্তীতে রোববার দুপুরে আমরা প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা শেষে পুরোপুরি সুস্থ থাকায় বিকালেই স্থানীয় বন বিভাগের সহযোগিতায় বানরটিকে বনে অবমুক্ত করি। এর আগে আমরা গত শুক্রবার বিলুপ্ত প্রজাতির আরও একটি লজ্জাবতী বানর গাঁওকান্দিয়া ইউনিয়নের নন্দেরছটি গ্রাম থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করি। মাত্র একদিনের ব্যবধানে দুইটি লজ্জাবতী বানর উদ্ধার হলো। 

দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলী বলেন, গত একদিন আগেও আমাদের সহায়তা নিয়েই সেভ দ্য এনিমেলস অফ সুসংয়ের স্বেচ্ছাসেবকরা বনে একটি লজ্জাবতী বানর অবমুক্ত করে। এর একদিন যেতে না যেতেই আজকে আরও একটি লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। আজকেও আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করে গহীন বনে বানরটিকে অবমুক্ত করেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম