ঘন ঘন লোডশেডিংয়ে দর্জিরা দুশ্চিন্তায়
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:১১ পিএম
চাঁদপুরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার। পবিত্র মাহে রমজানের শেষ সপ্তাহে ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সকলে। ঈদ এলে ব্যস্ততা বাড়ে গ্রাম ও বাজারের দর্জিদের। তবে ঈদের আগেই কয়েকদিন ধরে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ছে দর্জিদের।
হাজীগঞ্জ বাজারের শাহিন টেইলার্সের স্বত্বাধিকারী কাউসার হোসেনসহ কয়েকজন দর্জি জানান, বছরের দুটি ঈদেই ব্যস্ততা বাড়ে তাদের। অন্য সময়ের তুলনায় ঈদের আগে শার্ট, প্যান্ট মেয়েদের থ্রি-পিসসহ নানা ধরনের পোশাক সেলাইয়ের কাজ আসে দোকানে। টেইলার্সগুলোতে পাওয়ার মেশিনে কাজ করায় বিদ্যুতের প্রয়োজন হয়। লোডশেডিঙে বিপাকে পড়েছেন তারা। তিনি জানান, গত ঈদে দৈনিক ২ থেকে ৩০০ কাপড় সেলাই করতাম। এবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে তার অর্ধেকও সম্ভব হচ্ছে না। চরম হতাশায় ভুগছি।
জানতে চাইলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান চৌধুরী যুগান্তরকে জানান, আশা করা যাচ্ছে ঈদের আগেই লোডশেডিংয়ের এ সমস্যা সমাধান হবে।