Logo
Logo
×

সারাদেশ

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন 

চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস, কারাগারে নারী সদস্য

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১১:২০ পিএম

চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস, কারাগারে নারী সদস্য

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সমনের জবাব দিতে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফাতেমা আক্তার লিপি বৃহস্পতিবার আদালতে হাজির হয়েছিলেন। এ সময় সন্তোষজনক জবাব না পেয়ে সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তাকে কারাগারে পাঠান। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান। মামলার বাদী ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বেগ।

মামলার বরাতে নাজমুল হাসান জানান, ২০২৩ সালের ৯ জুলাই মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে লিপি তার ফেসবুক আইডিতে মানহানিকর স্ট্যাটাস দেন। পরের দিন একই আইডি থেকে আবার কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে ভিডিও প্রচার করা হয়। এসব স্ট্যাটাস ও ভিডিও প্রচার বন্ধ রাখতে অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেন লিপি। এ ঘটনায় মোহাম্মদ আলী সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। বিচারক বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। আদালত পুলিশ প্রতিবেদন পেয়ে আসামি লিপিকে সমন দেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম