Logo
Logo
×

সারাদেশ

ভালুকায় লোডশেডিং’র প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পিএম

ভালুকায় লোডশেডিং’র প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

ভালুকায় ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের ভুক্তভোগী লোকজন বৃহস্পতিবার বিকালে ভালুকা পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। দু’দিনের মাঝে নির্বাহী প্রকৌশলী বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলে ঘেরাও প্রত্যাহার করে নেয় উত্তেজিত জনতা।

ভুক্তভোগীদের অভিযোগ, পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই ইফতার, তারাবির নামাজ, সেহরির সময় বিদ্যুৎ চলে যায় এবং ২৪ ঘণ্টায় মাঝে অহরহ বিদ্যুতের লোডশেডিং দেওয়া হচ্ছে।

ভালুকা পিডিবির নির্বাহী প্রকৌশলী এজেএম আনোয়ারুজ্জামান জানান, দেশে বিদ্যুতের ঘাটতি থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে একটু সমস্যা হচ্ছে। আগামী দু একদিনে মাঝে ওই এলাকার বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম