Logo
Logo
×

সারাদেশ

কুমারখালীতে চার কোটি টাকা হাতিয়ে উধাও দুই ভাই

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পিএম

কুমারখালীতে চার কোটি টাকা হাতিয়ে উধাও দুই ভাই

কুমারখালীতে রড সিমেন্ট ব্যবসায় একাধিক ব্যক্তিকে লগ্নি করিয়ে প্রায় চার কোটি টাকা হাতিয়ে উধাও অরবিন্দু এন্টারপ্রাইজের মালিক অরবিন্দ ঘোষ ও দিয়া ট্রেডার্সের স্বপন ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উপজেলার জোতপাড়া গ্রামে বাড়িঘর ফেলে সপরিবারে আত্মগোপন করেছেন তারা। 

স্থানীয়রা জানান, অরবিন্দ ঘোষ ও স্বপন ঘোষ জমি বিক্রির শর্তে তার ভাই প্রেমকুমার ঘোষের কাছ থেকে টাকা নেন। সেই জমি আগামী ১০ এপ্রিল রেজিস্ট্রির কথা ছিল। কিন্তু জমি রেজিস্ট্রি না করে অরবিন্দ ও স্বপন সপরিবারে পালিয়ে যান। টাকা আত্মসাতের ব্যাপারে তারা বলেন, এ বিষয়ে কিছু জানা নেই। তবে আত্মগোপনের পর থেকে বিভিন্ন পাওনাদার তাদের বাড়িতে আসছেন। অরবিন্দ ও স্বপন ঘোষের ভাই প্রেমকুমার ঘোষ জানান, বিভিন্ন মানুষের টাকা আত্মসাতের বিষয়ে তিনি কিছুই জানেন না। অরবিন্দ ও স্বপন তার আপন ভাই। জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন তারা। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন। 

একাধিক ভুক্তভোগী জানান, কুমারখালী স্টেশন রোডে অরবিন্দ ও স্বপন দুই ভাই অরবিন্দ এন্টারপ্রাইজ ও দিয়া ট্রেডার্স নামে রড সিমেন্টের ব্যবসা পরিচালনা করেন। অরবিন্দ আকিজ সিমেন্ট কোম্পানির ডিলার ছিলেন। গত তিন মাস তারা দুই ভাই আলাদাভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আকিজ সিমেন্ট কোম্পানিতে ডিও করার কথা বলে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেন। 

থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই। এখনো এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেননি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম