৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১২:৪২ এএম
![৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/04/image-792153-1712169777.jpg)
শবেকদর, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল। বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফসংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম ৬ এপ্রিল (শনিবার) থেকে ১৪ এপ্রিল (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে। ১৫ এপ্রিল (সোমবার) থেকে যথারীতি সব কার্যক্রম চলবে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোফাজ্জল হোসেন ৯ দিন বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত কর বলেন, এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।