Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পিএম

চট্টগ্রামে শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি ওঠা-নামার পথ (র‌্যাম্প) নির্মাণের জন্য গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, সমাজবিজ্ঞানী ড. অনপুম সেন এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা সেখানে ছিলেন।

এরপরই গাছ কাটার বিষয়ে সিডিএর অবস্থান পরিবর্তন হয় বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন।

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বন, র‌্যাম্পের পুনঃনকশা হবে। আপাতত ওই সড়কে র‌্যাম্পের কোনো কাজ হবে না। নকশাটি সর্বসাধারণের কাছে তুলে ধরা হবে। মতামত গ্রহণের পর সেটি চূড়ান্ত করা হবে। তখন বোঝা যাবে গাছ কাটতে হবে কি না।

সোমবার নাগরিক সমাজ, চট্টগ্রামসহ বিভিন্ন সংগঠন সমাবেশ করে চউককে গাছ কাটার সিদ্ধান্ত বাতিলের আহবান জানায়। এ প্রেক্ষাপটে ড. অনুপম সেন চউক চেয়ারম্যানের কার‌্যালয়ে গিয়ে বৈঠক করেন। সিআরবি পাহাড়ের পাদদেশে দ্বিতল সড়ক হিসেবে পরিচিত নগরীর টাইগারপাস থেকে পলোগ্রাউন্ড অংশে সম্প্রতি ৪৬টি গাছ কাটার উদ্যোগ নিয়ে সেগুলো রঙ দিয়ে চিহ্নিত করে চউক। বিষয়টি জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনও বিবৃতি দিয়ে একই আহবান জানায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম