Logo
Logo
×

সারাদেশ

নেশার টাকা না পেয়ে যা করলেন মাদকসেবী

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১০:০৮ পিএম

নেশার টাকা না পেয়ে যা করলেন মাদকসেবী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নেশার টাকা না পেয়ে ফাঁস দিয়ে মোহাম্মদ আলী (৩৪) নামে এক ইলেকট্রিক শ্রমিক আত্মহত্যা করেছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার মালিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী ওই গ্রামের মো. খোকন হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া এবং ঢাকা কেরানীগঞ্জ রাজাবাড়ি এলাকার মৃত আমীর আলীর ছেলে। তার হীমেল (১১) ও সিয়াম (৩) নামে দুই ছেলে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকা নিয়ে তার স্ত্রী সম্পা বেগমের সঙ্গে রোজ বাগবিতণ্ডা এমনকি মারামারিও করতেন।

সোমবার রাতে মাদকের টাকা চেয়ে না পেয়ে রাতের ১২টা পরে কোনো এক সময় বাড়ির বাইরে আমগাছের সঙ্গে রশি লাগিয়ে ফাঁস দেন মোহাম্মদ আলী।

রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম