Logo
Logo
×

সারাদেশ

এসএসসি পরীক্ষার খাতা দেখে নবম শ্রেণির ছাত্রীরা!

Icon

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পিএম

এসএসসি পরীক্ষার খাতা দেখে নবম শ্রেণির ছাত্রীরা!

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলস্থ হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ আবু নাঈমের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার খাতা তারই শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণির ছাত্রীদের দিয়ে নাম্বারিং করানোর অভিযোগ উঠেছে। এরই মধ্যে একটি ভিডিও চিত্রে নাম্বারিং করানোর প্রমাণ পাওয়া যায়।

ভিডিওতে দেখা যায়- হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে বিদ্যালয়ের পোশাক পরিহিত কয়েকজন নারী শিক্ষার্থী নিজেদের ক্লাস বাদ দিয়ে শিক্ষা বোর্ড কর্তৃক দেওয়া এসএসসি পরীক্ষার খাতা দেখছেন। ওই সময় ভিডিও ধারণকারী উপস্থিত প্রধান শিক্ষক নাঈমের কাছে জানতে চান, ছাত্রীদের দিয়ে কি করানো হচ্ছে, উত্তরে প্রধান শিক্ষক বলেন, খাতায় বিত্ত ভরাটের কাজ করছি। ভিডিও ধারণকারী আবারো জানতে চান, ক্লাস বাদ দিয়ে ছাত্রীরা কেন বিত্ত ভরাট করছে। বিত্ত ভরাট তো ওদের কাজ নয়। শিক্ষা বোর্ড কি এটার পারমিট করে? তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক ওই ছাত্রীদের খাতা দেখা থেকে বিরত করে রুম থেকে বের করে দেন এবং বলেন, বোর্ড এটা পারমিট করে না।

এ বিষয়ে ওই প্রধান শিক্ষকের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে গিয়ে প্রতিবেদকে বলেন- ছাত্রীরা আমার খাতা দেখেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম