Logo
Logo
×

সারাদেশ

নির্মাণ শেষ না হতেই ভেঙে পড়ল সিঁড়ি

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১১:০৩ পিএম

নির্মাণ শেষ না হতেই ভেঙে পড়ল সিঁড়ি

মনোহরদীতে পুকুরের সিঁড়ি নির্মাণ কাজ শেষ না হতেই সেন্টারিং খোলার সময় ভেঙে পড়েছে। জানা যায়, উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বেগালতা বাড়ি জামে মসজিদের পুকুরে এলজিইডির অর্থায়ন ও ব্যবস্থাপনায় ওই সিঁড়ি নির্মাণ কাজ হচ্ছিল। প্রায় ৩৫ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্থ এ সিঁড়ির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার টাকা। 

শনিবার সকালে সিঁড়ির সেন্টারিং খোলার সময় এটি ভেঙে পড়ে। এলাকাবাসীর অভিযোগ নিুমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণেই ভেঙে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দূর্জয় এন্টারপ্রাইজের প্রোপাইটার আমজাদ হোসেন জানান, এ সিঁড়িটিতে মাত্র ৫ দিন আগে ঢালাই কাজ সম্পন্ন হয়। ২৮ দিনের আগে এর শাটারিং খোলার প্রশ্নই ছিল না। লেবারদের ভুলে তার অনুমতি ব্যতিরেকে এর শাটারিং খুলতে যায়। এ সময় সিঁড়িটি ধসে পড়ে। ভাগ্যিস লেবাররা কেউ চাপা পড়েনি। এতে মালামাল ব্যবহারে কোনো কমতি বা ঘাটতি ছিল না। 

উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম বলেন, মাত্র ৫ দিন আগে সিঁড়িটির ঢালাই কাজ শেষ হয়। ২৮ দিনের আগে শাটারিং খোলার কারণে এ দুর্ঘনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম