ফ্লাইওভারের নিচে ময়লার ভাগার পরিষ্কার করল ছাত্রলীগ
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৫:১৮ এএম
গাজীপুরের কোনাবাড়ীতে ১৬৪৫ মিটার দৈর্ঘ্য ৪ লেন ফ্লাইওভারের নিচ থেকে ময়লা অপসারণে মাঠে নেমেছেন কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাওফিল আজাদ রাফি। ফুটপাতের আশেপাশে থাকা দোকানে দোকানে গিয়ে কথা বলেছেন দোকানিদের সঙ্গে ওই ছাত্রলীগ নেতা।
তারাও প্রতিশ্রুতি দিয়েছেন ফ্লাইওভারের নিচে ময়লা ফেলবেন না বলে।
শুক্রবার সকালে তুসকা গার্মেন্টসের সামনে থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত ফ্লাইওভারের ময়লা অপসারণ করা হয় ওই ছাত্রলীগ নেতার নেতৃত্বে। এতে স্বস্তি ফিরেছে আশেপাশে থাকা দোকানি ও পথচারীদের মাঝে।
রাতে বিভিন্ন দোকানের ময়লা এবং রেস্টুরেন্টের ঝুটা খাবার ফ্লাইওভার নিচে ফেলে যায় কিছু অসাধু ব্যবসায়ী। যার ফল ভোগ করতে হয় পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের।
রহিম নামে এক পথচারী বলেন, ধন্যবাদ জানাই কোনাবাড়ী থানা ছাত্রলীগকে। ফ্লাইওভারের নিচ থেকে ময়লা অপসারণের জন্য। ফ্লাইওভারের নিচে ময়লা থাকার কারণে নাকে মুখে কাপড় দিয়ে চলাচল করতে হতো। আশা করছি এরপর থেকে কেউ আর ফ্লাইওভারের নিচে ময়লা ফেলবে না।
কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাওফিল আজাদ রাফি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনাবাড়ী থানা ছাত্রলীগ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় কোনাবাড়ী ফ্লাইওভার এর নিচে ময়লা অপসারণ করা হচ্ছে। কোনাবাড়ীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, যেকোনো সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করতে প্রস্তুত রয়েছে কোনাবাড়ী থানা ছাত্রলীগ।