Logo
Logo
×

সারাদেশ

মাছ ধরা নিয়ে বিরোধ

রূপগঞ্জে চাচার হামলায় ভাতিজা খুন, গ্রেফতার ১

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ১১:০৫ পিএম

রূপগঞ্জে চাচার হামলায় ভাতিজা খুন, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে চাচার হাতে নুরুল হক (৪৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার ভোরে রাজধানীর বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৬ মার্চ সকালে রূপগঞ্জ উপজেলার ছনি এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন নুরুল। নিহত নুরুল ছনি এলাকার লতিফ মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, ১৫ মার্চ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুলের সঙ্গে তার চাচা আব্দুল হাশেমের হাতাহাতি হয়। এর জেরে পরদিন সকালে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হলে চাচা আব্দুল হাশেম, চাচাতো ভাই বাবু ও সোহাগ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় আগেই মামলা করা হয়েছে। সেটি এখন হত্যা মামলায় রূপ নেবে। এ ঘটনায় ইতোমধ্যেই বাবু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম