পাহাড়তলীতে ১১০০ লিটার চোলাইমদসহ আটক ১
চট্টগ্রাম (পাহাড়তলী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৯:৩৯ পিএম
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর উত্তর কাট্টলি সেনবাড়িতে চোলাইমদ তৈরি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। এলাকার মানুষ পাহাড়তলী থানার ওসি কেপায়েত উল্লাহকে তথ্য দিলে তিনি এসআই কাজি মনিরুল ইসলামকে বিষয়টি আইনি ব্যবস্থা নিতে দায়িত্ব দেন।
গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করলে ১১০০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল বড়ুয়াকে আটক করা হয়েছে। তাছাড়া মদ তৈরির উপাদান মলি ৫০ লিটার, একটি মাটির পাতিল, একটি সিলভার পাতিল ও একটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।
গ্রেফতার মাদক ব্যবসায়ী উজ্জ্বল বড়ুয়া রাউজান থানার নোয়াপাড়া দ্বিজেন্দ্র ডাক্তারের বাড়ির অরবিন্দ বড়ুয়ার ছেলে। বর্তমানে উত্তর কাট্টলি দাস বাড়িতে বসবাস করছেন।
ওসি কেপায়েত উল্লাহ বলেন, পুলিশ কমিশনারের কঠোর নির্দেশনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এটা রুটিনমাফিক অভিযানের অংশ। চিন্তা করে দেখেন পবিত্র রমজান মাসেও মাদক ব্যবসা করছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।