Logo
Logo
×

সারাদেশ

নিঝুম দ্বীপের পুকুরে মিলল আরও ১০০ ইলিশ

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১০:১২ পিএম

নিঝুম দ্বীপের পুকুরে মিলল আরও ১০০ ইলিশ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের সেই পুকুরে এবার মিলল একশ ইলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লাথ গুচ্ছ গ্রামের পুকুরে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে।

এর আগে বুধবার সকালে পুকুরটি থেকে ১০টি ইলিশ ধরা পড়ে।

জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লাথ গুচ্ছ গ্রামের পুকুরটি ৪০টি পরিবার ব্যবহার করে। পুকুরটি লিজ নিয়েছেন নিঝুম দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান। বিশাল পুকুরে প্রায় ৭ দিন ধরে সেচ দিয়ে পানি কমান তিনি।

বুধবার সকালে পানি প্রায় কমে এলে জেলেদের জালে ১০টি ইলিশ ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে আরও পানি কমিয়ে একশ ইলিশ ধরেন। বিগত বছরগুলোতেও এই পুকুরে ইলিশ পাওয়া গেছে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, প্রতিবছর ঘূর্ণিঝড় এলে নিঝুম দ্বীপের প্রায় সব পুকুর তলিয়ে যায়। এর মধ্যে যুগান্তর কিল্লাথ পুকুরটিও ছিল। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। পানি বের হতে না পারায় মাছগুলো নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান বলেন, প্রায় পুকুরে ইলিশ পাওয়ার খবর পাওয়া যায়। এটা কমন হয়ে গেছে। নোয়াখালী উপক‚লীয় এলাকা হওয়ায় নিম্নঞ্চলগুলো জোয়ারে প্লাবিত হয়। তখন ইলিশ প্রবেশ করায় বর্তমানে সেটি ধরা পড়ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম