Logo
Logo
×

সারাদেশ

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৯:৫৫ পিএম

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ট্রলারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৬ জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের বে-ওয়ান জেটির পাশে নোঙর করা  ট্রলারে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে দগ্ধ চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তারা হলেন- জামাল উদ্দিন, মাহমুদুল করিম, মফিজুর রহমান ও এমরান। পরে আহত আরও দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ।

তবে এ দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তাদের কোনো হাসপাতালে নেওয়া হয়েছে তাও নিশ্চিত করতে পারেননি।

ঘটনাস্থলে থাকা লোকজনের বরাতে ওসি একরাম বলেন, কাঠের তৈরি ফিশিং ট্রলারটি বে-ওয়ান জেটির পাশে নোঙর করা ছিল। বেলা ১২টার দিকে এতে বিস্ফোরণ ঘটে। ট্রলারে থাকা  জেলেরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্না করছিলেন। এই সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে পারে। ট্রলারের ভেতরে কয়েকটি জ্বালানি তেলের কনটেইনার ছিল। এছাড়া নায়লনের জাল ছিল। এসব দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে জেলেরা পানিতে লাফিয়ে পড়েন। তার আগেই কয়েকজন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, আগুনে ট্রলারটি পুড়ে গেছে। এটি  উদ্ধার করতে কোস্ট গার্ড ও বন্দরের দুটি আলাদা নৌযান এলেও নদীতে ভাটা থাকায় দুর্ঘটনাকবলিত নৌযানের কাছে পৌঁছাতে পারেনি। জোয়ারের জন্য অপেক্ষা করা হচ্ছে। জোয়ার এলে উদ্ধার অভিযান শুরু হতে পারে। এছাড়া পতেঙ্গা থানা এবং নৌপুলিশের দুটি দলও ঘটনাস্থলে রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম