Logo
Logo
×

সারাদেশ

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১১:৪১ পিএম

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. পারভেজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। মো. পারভেজ সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মো. সোলায়মানের ছেলে।

মো. পারভেজের সঙ্গে রোকেয়া বেগমের ২০১৮ সালের ২ এপ্রিল বিয়ে হয়। বিয়ের পর থেকে পারভেজ যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে রোকেয়াকে। তাই রোকেয়ার পরিবার থেকে বিভিন্ন সময় যৌতুক দেওয়া হয় পারভেজকে। এরপরও যৌতুকের জন্য রোকেয়াকে প্রায়ই নির্যাতন করত পারভেজ। আরও ২ লাখ টাকার জন্য রোকেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। ২০১৮ সালের ২০ এপ্রিল পারভেজ রোকেয়ার মা ও বোনকে কল দিয়ে নানা অসংলগ্ন কথা বলে। এরপর তার পরিবার পারভেজের বাড়িতে গেলে খাটের ওপর রোকেয়ার লাশ দেখতে পান তারা। এ ঘটনায় রোকেয়ার বড় ভাই মো. মহিউদ্দিন থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম