Logo
Logo
×

সারাদেশ

সোনাগাজীতে ঝরা পাতা কুড়ানোয় ভাইকে হত্যা

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১১:০৫ পিএম

সোনাগাজীতে ঝরা পাতা কুড়ানোয় ভাইকে হত্যা

ফেনীর সোনাগাজীতে ঝরা পাতা কুড়ানোর জেরে ভাই-ভাবির লাঠির আঘাতে নিহত ছোট ভাই ইব্রাহিম খলিল খুনের ঘটনায় নিজেকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের বড় ভাই মোশারফ হোসেন সবুজ। 

সোমবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেকুর রহমানের আদালতে এ জাবানবন্দি দেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীর হাটস্থ চট্টগ্রাম ব্রিকফিল্ড থেকে তাকে ২৪ মার্চ রোববার রাতে গ্রেফতার করা হয়। সে চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া গ্রামের আরব আলী সারেং বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। 

পুলিশ জানায়, বোনের বাগানে ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে গত ১০ মার্চ বিকালে ভাই মোশাররফ হোসেন সবুজ ও তার স্ত্রী সুলতানা আক্তার মিলে ইব্রাহিম খলিল ও তার স্ত্রী নাছিমা আক্তারকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ইব্রাহীম খলিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে ভাসুর সবুজ ও জা সুলতানা আক্তারকে আসামি করে গত ১৫ মার্চ হত্যা মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম