Logo
Logo
×

সারাদেশ

সিলেটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১০:৫৮ পিএম

সিলেটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ঢেকে যায় শহিদ মিনারের বেদী। 

২৬ মার্চের সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটসহ আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠন।

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শহিদ মিনার বাস্তবায়ন পরিষদ,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি করপোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, সিলেট পাসপোর্ট অফিস, বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, সিলেট চেম্বার সভাপতি, সিলেট প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া সকালে নগরীর রিকাবীবাজারের জেলা স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড্ডয়ন করা হয়। 
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদ মিনার ও আশপাশের এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৫ মার্চ রাত থেকে শহীদ মিনার, চৌহাট্টা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম