Logo
Logo
×

সারাদেশ

চিনি আনতে গিয়ে বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৯:২৪ পিএম

চিনি আনতে গিয়ে বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে চোরাইপথে ভারতীয় চিনি আনতে গিয়ে বন্যহাতির আক্রমণে আইনুল হক (৪৫) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ভূঁইয়াপাড়া সীমান্তে ভারতের শিববাড়ী বাজারের কাছে নেতাই নদীর পাড়ে এ ঘটনা ঘটে। 

নিহত আইনুল উপজেলার জিগাতলা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মুদি দোকানি। পাশাপাশি তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতোই শুক্রবার রাতে ভূঁইয়াপাড়া সীমান্তে কয়েকজন মিলে ভারতীয় চিনি পাচার করছিলেন। এ সময় হাতির সামনে পড়ে যান তারা। বাকিরা দৌড়ে পালিয়ে গেলেও আইনুল পারেননি। বন্যহাতির আক্রমণে তার শরীর থেকে পা বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

শনিবার সকালে নিহতের পরিবারের খোঁজখবর নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল। এছাড়াও নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এদিকে নিহতের বাড়িতে গিয়ে আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-১ আসনের সংসদ-সদস্য মাহমুদুল হক সায়েম।

ঘোষগাঁও বিজিবি ক্যাম্পের দায়িত্বে থাকা নায়েব সুবেদার জুলফিকার আলী বলেন, তাদের চোখের আড়ালে এসব চোরাকারবার হচ্ছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম