Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কে সংস্কারকাজ

সেতুতে এক লেন বন্ধ, চলাচলে ভোগান্তি

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১০:৪৭ পিএম

সেতুতে এক লেন বন্ধ, চলাচলে ভোগান্তি

ঈদে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কপথে চলছে সংস্কারকাজ। এর অংশ হিসাবে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে জাগীর সেতুর এক লেনের ‘এক্সপানশন জয়েন্টের’ কাজ চলছে। এক লেনে সংস্কারকাজ চলায় অন্য লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে। এতে সেতুর উভয় পাশে বিভিন্ন ধরনের যানবাহন ১৫ থেকে ২০ মিনিট আটকে থাকছে। এতে ভোগান্তির স্বীকার হচ্ছেন চালক-যাত্রীরা। বৃহস্পতিবার সরেজমিন সেতু এলাকায় গিয়ে এ চিত্র দেখা গেছে।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, সেতুটিতে মোট ১২টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে। এসব জয়েন্টের ফাঁকা স্থানে স্টিলের পাত বসিয়ে সিমেন্ট ও পাথরের ঢালাইয়ের কাজ করছেন শ্রমিকরা। সেতুর এক লেনের কাজ প্রায় শেষ। এরপরে অপর লেনের কাজ শুরু করবেন তারা। ১৩ মার্চ সেতুটির এই কাজ শুরু হয়েছে। 

সওজের মানিকগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল কাদের জিলানী বলেন, পুরোনো সেতুটির এক্সপানশন জয়েন্টগুলো ফাঁকা হওয়ায় যান চলাচলের সময় শব্দ ও ঝাঁকুনির সৃষ্টি হয়। সে কারণে যানবাহনের ক্ষতি হয়। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ পাশের এক্সপানশন জয়েন্টে স্টিলের পাত বসানোর কাজ শেষ হবে। 

নির্মাণকাজে শ্রমিকদের সুপারভাইজার মো. জনি বলেন, এক্সপানশন জয়েন্টে স্টিলের পাত বসানো শেষের পথে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম