Logo
Logo
×

সারাদেশ

চা বাগানে দোল পূজার পুরো বোনাস দাবিতে কর্মবিরতি

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১০:৩৬ পিএম

চা বাগানে দোল পূজার পুরো বোনাস দাবিতে কর্মবিরতি

চুনারুঘাট উপজেলার ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১০টি চা বাগানে আসন্ন দোল পূজায় পুরো বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করছে চা শ্রমিকরা। তারা পূজার আগে পুরো বোনাস না দিলে বাগান বন্ধের হুমকি দিয়েছে। এদিকে চাকলাপুঞ্জি চা বাগানে দুদিন ধরে বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা। 

আসন্ন দোল পূজায় চা বাগানগুলোতে বোনাস হিসাবে প্রত্যেককে ৩ হাজার ৬শ টাকা দেওয়ার কথা। কিন্তু বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের পুরো বোনাস না দিয়ে অর্ধেক বোনাস অর্থাৎ ১ হাজার ৮শ টাকা করে দিচ্ছে। চা শ্রমিকরা এ বোনাস প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে। তারা পূজার আগে পুরো বোনাস প্রদানের দাবি করেছেন। এরই মধ্যে চাকলাপুঞ্জি চা বাগানে শ্রমিকরা বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও শুক্রবার ২ ঘণ্টা কর্মবিরতি করেছে। 

এতে বাগানের চা শ্রমিক নেতা নুর হোসেন, ইউপি মেম্বার দিবাকর, বাগান পঞ্চায়েত সভাপতি সম্পাদকরা বক্তব্যে তাদের পুরো বোনাস দাবি করেছেন।

এদিকে দেউন্দি টি কোম্পানির ৫টি চা বাগানের শ্রমিকরা এখনো দোল পূজার বোনাস পায়নি। তারা দ্রুত বোনাস প্রদানের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম