আইএমইআই পরিবর্তন করে মোবাইল বিক্রি, গ্রেফতার ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৫:২২ পিএম
চট্টগ্রামে মোবাইল চোরচক্রের তিন সদস্যকে ১৭টি মোবাইলসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার আজাদ বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তারা হচ্ছেন- রিদুয়ান (২২), করিম উল্লাহ (২৮) ও নূর আলম।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাতে মোবাইল চোর চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। পেশাদার মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল এনে বিক্রি করত। পাশাপাশি চোরাই মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করে বাজারে বিক্রি করে দিতে।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, পেশাদার মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।