Logo
Logo
×

সারাদেশ

১৮ বছর ধরে খতম তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগের সভাপতি!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০২:৩৫ পিএম

১৮ বছর ধরে খতম তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগের সভাপতি!

গত ১৮ বছর ধরে রমজানে খতম তারাবি পড়ান নুর কামাল।

২০০৪ সালে হাফেজি শেষ করার তিন বছর পর ২০০৭ সালে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন টেকনাফের হাফেজ নুর কামাল। ছাত্র রাজনীতির পাশাপাশি দাখিল, আলিম ও ফাজিল শেষ করে বর্তমানে কামিল পড়ছেন তিনি। 

২০১৯ সাল থেকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। একইসঙ্গে উখিয়ে কলেজে বাংলা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রও তিনি। পাশাপাশি একটি মাদরাসার পরিচালক এবং আছে ব্যবসা।

তারপরও গত ১৮ বছর ধরে রমজানে খতম তারাবি পড়ান নুর কামাল। সেটাও কোনো হাদিয়া বা বিনিময় ছাড়া।

একইসঙ্গে রাজনীতি এবং মসজিদে ইমামতি নিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়লেও দমে যাননি কখনও। গত দেড় যুগ ধরে তার এমন কাজে স্থানীয়রা তো খুশিই, খুশি দলীয় নেতাকর্মীরাও।

এ বিষয়ে নুর কামাল বলেছেন, রাজনীতির পাশাপাশি হালাল রোজগার, হালাল ইনকাম দিয়ে আমার জীবন অতিবাহিত করবো, এটাই আমার মূল উদ্দেশ্য। রাজনীতিবিদরা মাঠে-ময়দানে থাকে, আমি কীভাবে মসজিদে ইমামতি করবো, সেই বিষয় নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন উঠেছিল। তবে আমি সেগুলো তোয়াক্কা না করে, আমার মনোভাব এবং আমার ইচ্ছা যেটা, সেটা বাস্তবায়ন করার জন্য নিয়মিত রেখেছি।

গত বছর থেকে স্থানীয় আহমদিয়া দারুল কুরআন মাদ্রাসা মসজিদে খতমে তারাবি পড়াচ্ছেন মুসল্লিদের। তবে এ জন্য তিনি নেন না কোনো পারিশ্রমিক। 
স্থানীয়রা এ বিষয়ে যারপরনাই মুগ্ধ। তারা বলেন, সুস্পষ্ট, সুরাল সুরে সে আমাদের এখন পর্যন্ত খতম তারাবি পড়াচ্ছেন। যারা হাফেজ আছেন, তাদেরও সে অনেক সহযোগিতা করেন।

নুরের এমন কাজে খুশি ছাত্রলীগ নেতাকর্মীরাও। বেশ কয়েকজন বলেন, আমাদের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর কামাল, তিনি সব দিক থেকেই ব্যক্তিক্রম। তিনি ভালো একজন ছাত্রনেতা এবং হাফেজও। 

রাজনীতি করলে দ্বীনের সঙ্গে বা ইসলামের সঙ্গে যুক্ত হওয়া যায় না, এ ব্যাপারে নুর কামাল ভিন্নতা দেখিয়েছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম