চমেক হাসপাতালে র্যাবের অভিযান, ৩৮ দালাল আটক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৮:৪৫ পিএম
![চমেক হাসপাতালে র্যাবের অভিযান, ৩৮ দালাল আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/20/image-786996-1710945958.jpg)
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৮ জন দালালকে আটক করেছে র্যাব-৭। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটককৃতদের তাৎক্ষণিকভাবে জরিমানা এবং সাজা দেওয়া হয়েছে।
র্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, আটককৃতরা মূলত গ্রামের দরিদ্র, অসহায়, যারা সরকারী চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ এমন ভুক্তভোগীদের টার্গেট করে। সরকারি হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বর্ণনাসাপেক্ষে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক ধরণের ভীতি সৃষ্টি করার মাধ্যমে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। সাদা পোশাকে থাকা র্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
র্যাব সূত্র জানায়, হাসপাতালের গাইনি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড থেকে ৩৮ জনকে আটক করে র্যাব। এরপর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। এর মধ্যে ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং বাকি ২৪ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ভ্রাম্যমাণ আদালতে একজন নিরপরাধ চিহ্নিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
আটককৃত দালালদের ভাষ্যমতে জানা যায়, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক রোগীর ব্যবস্থাপত্রে পরীক্ষা-নিরীক্ষা লিখে দেওয়ার পর দালালরা রোগীদের স্বল্প খরচে সেসব পরীক্ষা-নিরীক্ষার করিয়ে দেয়ার জন্য বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এ ধরনের একজন রোগী নিয়ে আসতে পারলে দালালরা ২০০ থেকে ৫০০ টাকা এবং পরিস্থিতি ভেদে ৫ হাজার টাকা পর্যন্ত কমিশন পেয়ে থাকে।