Logo
Logo
×

সারাদেশ

৭ হাজার টাকায় ১১ মাসে ৩৭ হাজার টাকা সুদ!

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১১:০৪ পিএম

৭ হাজার টাকায় ১১ মাসে ৩৭ হাজার টাকা সুদ!

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া সমিতির ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন দরিদ্র মানুষ। ঋণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আবার অনেকে ঋণ নিয়ে পড়েছেন বিপাকে। এমনই একজন ভুক্তভোগী উপজেলার মহেশপুর গ্রামের মামুন মোল্যা। সুদে কারবারির খপ্পরে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। 

প্রতিকার চেয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মামুন মোল্যা।

অভিযোগে জানা গেছে, উপজেলার জয়নগর বাজারে অবস্থিত ‘নিপসিঅ পার্টনার পয়েন্ট’ নামে একটি অনুমোদনহীন সমিতি থেকে গত ১১ মাস আগে ৭ হাজার টাকা ঋণ নিয়েছিলেন মিষ্টি দোকান কর্মচারী মামুন মোল্যা। দৈনিক কিস্তি হিসেবে এ পর্যন্ত ওই সমিতিকে ৬৫০০ টাকা পরিশোধ করেছেন। আরও ৩৮ হাজার ২০৫ টাকা দাবি করছেন ওই সমিতির স্বত্বাধিকারী আরিফ খান। মামুন মোল্যা ওই টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন আরিফ খান।

এ ব্যাপারে আরিফ খানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তার ‘নিপসিঅ পার্টনার পয়েন্ট’ নামে কোনো সমিতি নেই বলে জানান। তবে তার সমিতি সমবায় আইন মেনেই পরিচালিত হচ্ছে। ৭ হাজার টাকায় ৩৭ হাজার টাকা সুদ দাবি করার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। 

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম