অবন্তিকার আত্মহত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১০:৪২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পৃথক বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্টে ছাত্র ইউনিয়ন, কলেজ সংসদের উদ্যোগে এ কর্মসূচি হয়। এদিকে অবন্তির মৃত্যুকে ‘কাঠামোগত হত্যা’ দাবি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সকালে এ কর্মসূচি হয়।
ছাত্র ইউনিয়নের কলেজ শাখার সম্পাদক সুজয় সরকারের সভাপতিত্বে ও সদস্য অর্ণব রায়ের সঞ্চালনায় পৃথক সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন, ব্রজমোহন কলেজ সংসদের ছাত্রনেতা ইমামুল হাসান, সাজ্জাদুল ইসলাম, নয়ন সরকার জয়, তন্বী দাস প্রমুখ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল শাখার কর্ম সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে পৃথক কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার, স্কুল বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।