Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে কোটি টাকার মাছ লুট, বিএনপি নেতা গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১০:৫৯ পিএম

দুর্গাপুরে কোটি টাকার মাছ লুট, বিএনপি নেতা গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে দিনদুপুরে পুকুর থেকে প্রায় কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে রেজাউল করিম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তিনটা ট্রাক ও মাছ ধরার কাজে ব্যবহৃত জাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ১৮ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার উপজেলার ঝালুকা গ্রামে এ ঘটনা ঘটে। 

গ্রেফতার রেজাউল ঝালুকা গ্রামের মৃত হারুন মোল্লার  ছেলে ও ঝালুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক বলে জানায় পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার দিনদুপুরে বিএনপি নেতা রেজাউলের নেতৃত্বে ওই পুকুরে গিয়ে পাহারাদারকে প্রাণনাশের হুমকি দিয়ে বেড় জাল দিয়ে মাছ ধরে ট্রাকযোগে নিয়ে যেতে থাকে একদল লোক। পুকুর মালিক মাসুদ রানা পুকুরে গেলে তাকেও হাঁসুয়া নিয়ে তাড়া করা হয়। এ সময় মাসুদ রানা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি নেতাকে গ্রেফতার করে। 

৮০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে পুকুর মালিক বলেন, পুলিশ গিয়ে ৩৫ মন মাছ জব্দ করলেও আগেই বেশিরভাগ মাছ ট্রাকে করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। মাছচাষ শুরু করলে বিএনপির ওই নেতা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, পুকুর মালিক বাদী হয়ে রেজাউলসহ ১৮ জনকে আসামি করে এজাহার দায়ের করলে সেটি মামলা হিসাবে রুজু করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতার রেজাউলকে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম