Logo
Logo
×

সারাদেশ

চৈত্রের গরমে স্বস্তির বৃষ্টি

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম

চৈত্রের গরমে স্বস্তির বৃষ্টি

শেরপুর শহর ও এর আশেপাশের এলাকায় শনিবার আধা ঘণ্টার (দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত) বজ্রসহ মাঝারি ও ভারি বৃষ্টি হয়েছে।  চৈত্রের প্রথমে এমন বৃষ্টি সবার মনে স্বস্তি এনে দিয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।  মাঝারি ও ভারি বৃষ্টির পরশে সিক্ত হয়েছে মাটি। চৈত্রের গরমে এই বৃষ্টি রোজাদারদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। বৃষ্টির পানির ছোঁয়ায় ধানসহ ফসলের মাঠে এবং আম, লিচুসহ বিভিন্ন ফল ও ফুলের বাগানে ফিরে এসেছে সজীবতা। 

এদিকে বৃষ্টির কারণে অনেক স্থানে রাস্তাঘাটে কাদায় পানিতে একাকার হয়ে যাওয়ায় চলাচলে সাময়িক বিঘ্ন ঘটছে। অপরদিকে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।  বৃষ্টির পর আলো ঝলমলে সূর্যের আলোয় আকাশ পরিষ্কার হয়ে গেছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর বলেন, এ সময়ের বৃষ্টি ধান, আম-লিচুসহ সব ধরনের ফসলের জন্য আশীর্বাদ। শনিবারের বৃষ্টিতে ফসলের খুবই উপকার হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম