মোহনগঞ্জে সেই লাশের পরিচয় মিলেছে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১০:৫৪ পিএম
![মোহনগঞ্জে সেই লাশের পরিচয় মিলেছে](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/15/image-785114-1710521674.jpg)
মোহনগঞ্জে গলা কেটে হত্যার পর মুখ পুড়িয়ে দেওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। সাইফুল ইসলাম নামে ওই যুবক ঝিনাইদহের কোটচাঁদপুরের বিশ্বাসপাড়া কাশিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি ঢাকায় মোটরবাইক চালাতেন।
এদিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ক্লুলেস ওই হত্যার রহস্য উদ্ঘাটনসহ প্রধান আসামি অন্তর আহমেদ শান্তকে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। তাকে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের হারাকান্দি গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
ওসি (তদন্ত) শফিকুজ্জামান জানান, শুধুমাত্র মোটরসাইকেল ছিনিয়ে নিতে ওই যুবককে হত্যা করা হয়েছে। বিষয়টি অন্তর আহমেদ শান্ত স্বীকার করেছেন। শান্ত জানায়, ঢাকা থেকে ৩ হাজার টাকায় ভাড়া করে বাইক রাইডার সাইফুল ইসলামকে সে মোহনগঞ্জে নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী পরে তাকে হত্যা করে বাইক ছিনিয়ে নেয়।