জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম আর নেই
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল ও দেলদুয়ার প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১০:৪৩ পিএম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ম্যাক গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ-সদস্য আবুল কাশেম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শুক্রবার দুপুরে শ্বাসকষ্টজনিত কারণে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে যান।
স্বজনরা জানান, আবুল কাশেম কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ঢাকা থেকে অসুস্থ অবস্থায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আলালপুর গ্রামে নিজ বাড়িতে আসেন। শুক্রবার দুপুরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে দ্রুত টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। আবুল কাশেম কল্যাণ ট্রাস্ট মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসাবে আবুল কাশেম সংসদ-সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন।