ভিডিও ফাঁসের হুমকি, ইউএনও কাছ থেকে ১০ লাখ টাকা আদায়
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৯:২৯ পিএম
দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাস। ছবি: যুগান্তর
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনৈতিক ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের ঘটনায় তার স্ত্রী থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাসকে (২৭) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বরে ও হোয়াটসঅ্যাপে কল করে বলে, তাদের কাছে একটি অনৈতিক ভিডিও আছে। ১০ লাখ টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে। এভাবে একাধিকবার অজ্ঞাতনামা চাঁদাবাজরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রীর মুঠোফোনে হুমকি দিয়ে বলে, টাকা না দিলে এবং এ কথা কাউকে জানালে ইউএনওকে হত্যা করা হবে।
স্বামীর সম্মান ও জীবনের নিরাপত্তার কথা ভেবে ইউএনওর স্ত্রী হুমকিদাতার ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে ১০ লাখ টাকা পাঠিয়েছেন। টাকা পাঠানোর জন্য ব্র্যাক ব্যাংক এটিএম বুথে গেলে গাড়িতে থাকা ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাস তাকে পরামর্শ দেয়, ডাচ্-বাংলা ব্যাংকের বুথ থেকে ওই অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানো যায়। এ কথায় আকাশকে সন্দেহ হয়। কারণ এ ঘটনা ইউএনও এবং ইউএনওর স্ত্রী ছাড়া আর কেই জানতেন না।
এরপর চাঁদাবাজরা আরও তিন লাখ টাকা দাবি করে। উপায় না পেয়ে ১২ মার্চ ইউএনওর স্ত্রী এ ঘটনায় আকাশের সহযোগিতা থাকার কথা উল্লেখ করে অজ্ঞাত চাঁদাবাজ চক্রের নামে মামলা করেন।
এ ব্যাপারে ইউএনও এবং বাদীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অভিযুক্ত দেহরক্ষী আকাশের ভাই সমীর বিশ্বাস বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা হোক।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় অভিযুক্ত আকাশ বিশ্বাসকে বুধবার লক্ষীপাশা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদাবাজ চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।