কুলাউড়ায় তিন দিনে পাগলা কুকুরের কামড়ে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার পৌর এবং উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুর আক্রমণ করে।
ভুক্তভোগীরা জানান- জয়পাশা, দতরমুড়ি, বিছরাকান্দি, উত্তরবাজার, উত্তর মাগুরা, মাগুরা, পরিনগর ও বিভিন্ন স্থানে হঠাৎ করে পাগলা কুকুর মানুষদের কামড়াতে শুরু করে। আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন জানান, কুকুরের কামড়ে আহত ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে সরকারি ভ্যাকসিন দেওয়া হয়েছে। দুজনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে।
পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী কুকুর নিধনের কোনো সুযোগ নেই। তবে কুকুরে কামড়ানো আহতদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা হাসপাতালে রয়েছে।