Logo
Logo
×

সারাদেশ

অভিযানেও বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১২:৫৩ পিএম

অভিযানেও বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না পুকুর খনন। দিনে অভিযান চলায় রাতের আঁধারে চলছে পুকুর খননের মহোৎসব। কৌশল পরিবর্তন করে রাতের আঁধারে আমবাগানসহ তিন ফসলি জমি নষ্ট করে চলছে ধ্বংসযজ্ঞ। এতে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। 

জানা যায়, গত ২০ দিন আগে উপজেলার ফতেপুর ইউপির খোলসি গ্রামে তিন ফসলি ১৫ বিঘা জমিতে পুকুর খননের কাজ শুরু করেন ওই এলাকার মাহাফুজ নামের এক ভেঁকু সন্ত্রাসী। উপজেলা প্রশাসন পুকুর খননের বিষয়টি জানতে পেরে সেখানে দুই দফায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। কিন্তু অভিযানের পর মাহাফুজ গত এক সপ্তাহ থেকে রাতের আঁধারে পুকুর খনন কাজ রীতিমতো চালিয়ে যাচ্ছেন। পুকুর খননের টপ সয়েল মাটি আশরাফ চেয়ারম্যানের ইটভাটায় ট্রাক্টরযোগে বিক্রি করা হচ্ছে। 

স্থানীয় কৃষক আলামিন জানান, পুকুর খনন বন্ধ না করা হলে বর্ষার সময় পাশের জমি পানিতে প্লাবিত হবে। ফসল উৎপাদন ব্যাহত হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান যুগান্তরকে বলেন, কৃষিজমি খনন করে পুকুর করা যাবে না। নাচোল ইউএনওকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে। 

নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার বলেন, পুকুর খননকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম