৫ বছর জেলে থাকার পর দেশে ফিরলেন ভারতীয় নাগরিক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৩:০৬ এএম
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর অভিষেক (৪০) নামে এক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
পাঁচ বছর কারাবরণ শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও বিজিবি জানায়, ভারতের ঝাড়খণ্ড জেলার বারাকাও গ্রামের বাসিন্দা বাকপ্রতিবন্ধী অভিষেক কুমার (৪০) অবৈধপথে রাজশাহী সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলে স্থানীয় পুলিশের হাতে আটক হয়। পরদিন তাকে রাজশাহী কারাগারে পাঠানো হলে প্রচলিত আইনে সাজাপ্রাপ্ত হন।
বাকপ্রতিবন্ধী হওয়ায় বহু খোঁজাখুঁজির পর রাজশাহী কারাগারে তার সন্ধান পাওয়া যায়। অবশেষে বৃহস্পতিবার দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে বিজিবির কোম্পানি কমান্ডার মন মহন ও বিএসএফের কোম্পানি কমান্ডার এসি বিতাসার নেতৃত্বে পতাকা বৈঠকের পর মা পুস্পা দেবির কাছে অভিষেককে তুলে দেওয়া হয়।
এ সময় দুই দেশের ইমিগ্রেমন ও থানা পুলিশ উপস্থিত ছিল।