ভরা মৌসুমে কৃষকের যেন সমস্যা না হয়: বিএমডিএ চেয়ারম্যানের নির্দেশ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১০:৫৫ পিএম
বোরো মৌসুমকেই ধরা হয় বরেন্দ্র অঞ্চলের কৃষকের ভরা মৌসুম। এই মৌসুমে সেচ নিয়ে কৃষকের যেন কোনো সমস্যা না হয়। কর্মকর্তাদের প্রতি এমনই নির্দেশনা দিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের মাসিক সমন্বয় সভায় তিনি কর্মকর্তাদের প্রতি এই নির্দেশনা দেন।
বেলা ১১টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। চলে বিকাল পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে আগে যেখানে এক থেকে দুইবার ফসল উৎপাদন হতো, কিন্তু এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে তিন থেকে চারবারও ফসল উৎপাদন হচ্ছে। তাই কৃষকের ভাগ্যের উন্নয়ন করতে হলে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীকে সবসময় সজাগ থাকতে হবে এবং ভরা মৌসুমে যেন কৃষকের কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরও বলেন, সব কর্মকর্তাদের কাছে আমার আহবান- রমজানে একটু কষ্ট হলেও মাঠে সবসময় যাবেন এবং কৃষকের সঙ্গে যোগাযোগ রাখবেন তারা যেন কোনো সমস্যায় না পড়েন। কৃষকেরা যেন সঠিক সময় মাঠে পানি পান এবং সব প্রকার ফসলের আবাদ করতে পারেন।
সভায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, নাজিরুল ইসলাম, আব্দুল লতিফ, শহীদুর রহমান, শিবির আহমেদ, এটিএম মাহফুজুর রহমান, সুমন্ত কুমার বসাক, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম, নাজমুল হুদাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।