Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে ১০০ টন খেজুর

সাতদিনের মধ্যে বিক্রির নির্দেশ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০১:৫৩ এএম

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে ১০০ টন খেজুর

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি কোল্ড স্টোরেজে ১০০ টন খেজুর মজুত রাখার তথ্য পান জেলা প্রশাসনের কর্মকর্তারা। বুধবার দুপুরে কোল্ড স্টোরেজটিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। পরে অবৈধভাবে মজুতকৃত খেজুর সাতদিনের মধ্যে বিক্রি করার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত যুগান্তরকে জানান, রিয়াজউদ্দিন বাজারের শেষ প্রান্তে একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুত পাওয়া যায়। গত বছর আগস্ট-সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানিকারক ও পাইকারি বিক্রেতা এসব খেজুর মজুত করেছেন। সাতদিনের মধ্যে এসব খেজুর বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় এসব খেজুর জব্দ করে নিলামে বিক্রি করা হবে। এছাড়া মূল্যতালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করায় সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত দামে খেজুর বিক্রি করায় আরেকটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম