চাটমোহরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১২:৪৯ এএম
![চাটমোহরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/14/image-784431-1710355769.jpg)
চাটমোহরে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফারুক আহমেদ নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ী গ্রামের এ ঘটনা ঘটে। ফারুক ওই ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের বাসিন্দা।
বুধবার ওই নারীর পরিবার থানায় ধর্ষণ মামলা করেছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির অদূরে বিন্যাবাড়ী গ্রামের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে ফারুক। পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত ফারুক। এরপর ওই নারী দৌড়ে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে আশ্রয় নেয়। পরে স্বজনরা ওই নারীকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। ওসি সেলিম রেজা বলেন, আসাাম ফারুকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।