Logo
Logo
×

সারাদেশ

মজুতকৃত মেয়াদোত্তীর্ণ ৪৯ লাখ টাকার খেজুর জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১০:৫০ পিএম

মজুতকৃত মেয়াদোত্তীর্ণ ৪৯ লাখ টাকার খেজুর জব্দ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মঙ্গলবার দুপুরে অভিযান চালায়। এ সময় অভিযানকারী দল মজুতকৃত মেয়াদোত্তীর্ণ প্রায় ৪৯ লাখ টাকার খেজুর জব্দ করে।

উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ খেজুর জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম। এ সময় ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় একটি কোল্ড স্টোরেজের তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমি এন্টারপ্রাইজে ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এ খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। এ প্রতিষ্ঠান ভুয়া স্টিকারের মাধ্যমে মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরণের চেষ্টায় লিপ্ত ছিল। 
অন্যদিকে জিলানী নামের এক ব্যক্তির মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজের মজুতকৃত ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা।

তিনি আরও বলেন, বাজারে সংকট সৃষ্টি করে তারা এ খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। অভিযান পরিচালনা করে খেজুরগুলো সিল করে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন আব্দুস সালাম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম