Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে এসএসসির কেন্দ্র ছাড়া সব বিদ্যালয়েই পাঠদান

Icon

জাফর আহমেদ, টাঙ্গাইল

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৯:৪৯ পিএম

টাঙ্গাইলে এসএসসির কেন্দ্র ছাড়া সব বিদ্যালয়েই পাঠদান

হাইকোর্টের নির্দেশনা থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না থাকায় টাঙ্গাইলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রমজানের প্রথম দিন ক্লাস চলেছে। তবে এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা চলায় কোনো ক্লাস চলেনি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঙ্গলবার শহর ও প্রত্যন্ত অঞ্চলের বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়গুলোতে ক্লাস হচ্ছে। তবে অভিভাবকেরা ক্লাস শুরুর আগপর্যন্ত নিশ্চিত ছিলেন না ক্লাস হবে কিনা।

কয়েকজন শিক্ষার্থী মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ জানান, রোযা রেখে প্রচণ্ড গরমে ক্লাস করতে কষ্ট হচ্ছে। আবার অনেকেই জানান, সিলেবাস শেষ করতে হলে রোজার মধ্যেই ক্লাস চালু রাখা প্রয়োজন। এতে পড়ালেখা যেমন অব্যাহত থাকবে, অপর দিকে সহপাঠীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে।

আমিনুর রহমান নামের এক অভিভাবক বলেন, দিনে প্রচণ্ড গরম ও রাতে শীত। তাই রমজান মাসে ছোট ছোট শিক্ষার্থীদের ক্লাস করতে কষ্ট হবে। তাই বন্ধ দিলে ভালো হবে। অপর অভিভাবক রফিকুল ইসলাম বলেন, বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী মোবাইল ফোন ও অনলাইনে আসক্ত হচ্ছে। তাই বিদ্যালয়ে ক্লাস চললে শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল জানান, শিক্ষকরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন হাইকোর্ট স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কোনো চিঠি আসেনি। ফলে তাদের ক্লাস চালাতেই হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা হাইকোর্টের পরবর্তী আদেশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, স্কুল বন্ধ বা খোলার বিষয়ে লিখিত কোনো চিঠি পাইনি। বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে বিদ্যালয় খোলা রাখার বিষয়টি জানতে পেরেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম