বিএনপির আরও এক বহিষ্কৃত নেতা পৌর মেয়র নির্বাচিত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০১:৪৪ পিএম
আমিনুল ইসলাম সরকার
জামালপুরের বকশীগঞ্জ থেকে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির আরেক বহিষ্কৃত নেতা। এছাড়া ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত আরেক নেতা।
তারা হলেন- ফখরুজ্জামান মতিন ও আমিনুল ইসলাম সরকার। এর মধ্যে আমিনুল ত্রিশালের বর্তমান এমপি (স্বতন্ত্র) এবিএম আনিছুজ্জামানের সহধর্মিণী শামীমা আক্তারকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
জানা যায়, বকশীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি নেতা ফখরুজ্জামান মতিন নারিকেল গাছ প্রতীক নিয়ে ৮ হাজার ৫৪২ ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার মোবাইল প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৫৪৩।
এছাড়া বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ৪২০টি। বকশীগঞ্জ সরকারি কেয়ামত উল্লাহ কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা মে. আনোয়ার হোসেন তালুকদার বাহাদুরের রেল ইঞ্জিন ভোট পেয়েছেন মাত্র ১ হাজার ২৬৩। শনিবার বকশীগঞ্জ পৌরসভার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হয়।
অপরদিকে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ চেয়ারম্যানের ছেলে বিএনপি নেতা আমিনুল ইসলাম সরকার (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ১০ হাজার ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান এমপি (স্বতন্ত্র) এবিএম আনিছুজ্জামানের সহধর্মিণী শামীমা আক্তার। জগ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। নির্বাচিত হওয়ার পর আমিনুলকে বহিষ্কার করেছে বিএনপি।