কারারক্ষীদের আরও সংবেদনশীল ও মানবিক হওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। রোববার রাজশাহীতে ১৩তম ডেপুটি জেলার, ৬১তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী এবং কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, কারাগারের ভেতরে ও বাহিরের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি কারারক্ষীদের বন্দিদের প্রতি সংবেদনশীল, মানবিক ও শৃঙ্খল আচরণ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতিশীল প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কারারক্ষী মায়ের সন্তানদের ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
পরে সুরক্ষা সচিব ১১ জন ডেপুটি জেলারকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুরুষ ও নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কমান্ডেন্ট জেনারেল কামাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও কারা সদর দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থী সুপারদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংযুক্ত রেখে কারাবিধি প্রথম ও দ্বিতীয় খণ্ড সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষিত করা হয়। সেই সাথে দক্ষ কারা কর্মকর্তা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে চাকরির সাথে সংশ্লিষ্ট সব আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানদান করা হয়। এছাড়া শারীরিক প্রশিক্ষণ প্রদানসহ অস্ত্র সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বুনিয়াদি এ প্রশিক্ষণ কোর্সটি গত ২০ সেপ্টেম্বর শুরু হয়। রোববার সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মাধ্যমে শেষ হয়। এতে কমান্ড্যান্ট কালাম হোসেনের তত্ত্বাবধানে ডেপুটি জেলার হিসেবে ১১ জন, কারারক্ষী হিসেবে ৩৪১ জন ও নারী কারারক্ষী হিসেবে ২৯ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।