Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় তরুণের যাবজ্জীবন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৪:০৪ পিএম

রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় তরুণের যাবজ্জীবন

রাজশাহীতে সাত বছর বয়সি শিশুকে ধর্ষণের মামলায় নাদিম ইসলাম (২১) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের পেশকার মহব্বাত হোসেন জানান, আসামি নাদিমের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক। তিনি ভুক্তভোগী ওই শিশুর বাবার ট্রাক্টর চালাতেন। এ জন্য বাড়িতে যাতায়াত ছিল। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সকালে সে বাড়িতে প্রথম শ্রেণি পড়ুয়া ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করেন।

এ সময় শিশুর চিৎকারে তার মা এবং প্রতিবেশীরা নাদিমকে ধরে ফেলেন। এ নিয়ে শিশুর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার পর আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম