গোপালগঞ্জে বিরল প্রজাতির গন্ধগোকুল আটক
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৩:০১ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিরল প্রজাতির গন্ধগোকুল আটক করা হয়েছে। ধূসর বর্ণের এই গন্ধগোকুলটি আটকের দুদিন পার হয়ে গেলেও এটি উদ্ধারে এগিয়ে আসেনি বন বিভাগ।
গত শনিবার উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে অরবিন্দু বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস বাড়ির পাশের বাগান থেকে গন্ধগোকুলটি আটক করে।
অমিত বিশ্বাস বলেন, আমাদের বাড়ির পাশের বাগানে স্থানীয় স্কুল পড়ুয়া ছেলেরা খেলা করছিল। হঠাৎ করে এই বিরল প্রজাতির গন্ধগোকুলটি দেখতে পেয়ে তারা মারতে উদ্যত হয়। এ সময় আমি ছুটে গিয়ে লোকজন নিয়ে গন্ধগোকুলটি আটক করি। এর পর আমি বন বিভাগের লোকজনকে আসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করি। কিন্তু রোববার দুপুর পর্যন্ত বন বিভাগের কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেনি।
তিনি আরও বলেন, এই গন্ধগোকুলটি ছেড়ে দিলে স্থানীয় ছেলেরা এটিকে মেরে ফেলতে পারে, বিধায় আমি আটক রেখেছি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার সিকদার বলেন, গন্ধগোকুল প্রাণিটি ইঁদুর ও ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। এই প্রাণীটির গা থেকে পোলাও চালের গন্ধ আসে। এক সময় এই প্রাণীর শরীর থেকে নিঃসৃত রস সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হতো।
বন বিভাগ গোপালগঞ্জের রেঞ্চ বিবেকানন্দ মল্লিক বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজ দুপুরে ওখানে লোক পাঠিয়েছি। ছবি দেখে মনে হলো এটি একটি বড় ধরনের গন্ধগোকুল। এরা সব সময় পরিবার নিয়ে বসবাস করে। সে ক্ষেত্রে এই গন্ধগোকুলটি আটককৃত স্থানেই ছেড়ে দিতে বলেছি।