Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুর হাতে নারীনেত্রী লাঞ্ছিত, জিডি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১০:৫৭ পিএম

চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুর হাতে নারীনেত্রী লাঞ্ছিত, জিডি

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে রেখা রানী বড়ুয়া নামে এক নারীনেত্রী শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে নগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ধর্মীয় কাজে অংশ নিতে গিয়ে তিনি হেনস্তার শিকার হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষুর হাতে লাঞ্ছিত হয়েছেন বলে রেখা রানী বড়ুয়া জানিয়েছেন। ড. জিনবোধি ভিক্ষু সম্প্রতি শিক্ষায় একুশে পদক পেয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় জিডি করেছেন।

চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীগুরু ড. জ্ঞানশ্রী মহাথের ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান শিক্ষাবিদ এম বোধিমিত্র মহাথের বলেন, মহামানব গৌতম বুদ্ধের মতে গৃহত্যাগের পর বৌদ্ধ সন্ন্যাসীরা যেখানে কোনোরকম গৃহি মানুষের সংস্পর্শে যেতে পারেন না, সেখানে একজন নারীর সম্ভ্রম ও শ্লীলতাহানি কোনোভাবে সমর্থন যোগ্য নয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়েদুল হক বলেন, নেতৃত্বে নিয়ে বিবদমান দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে শুক্রবার উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। উভয়পক্ষই থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম