৩ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১০:৫৮ পিএম
![৩ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/05/image-781512-1709657925.jpg)
সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা পুলিশ।
সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা, নারায়ণগঞ্জ, ডিএমপি এবং ঢাকায় অভিযান চালিয়ে একাধিক সাজা পরোয়ানাভুক্ত এসব আসামিদের গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে কামরুল হাসান সুফল, সাগরিকা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে তারেক হোসেন ও অলংকার এলাকার মোহাম্মদ আব্দুল কাদের মিয়ার ছেলে মো. সুমন মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ কেপায়েত উল্লাহ (পিপিএম) জানান, তারা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিল।