জকিগঞ্জে ১ কোটি ৪১ লাখ টাকার ইয়াবা জব্দ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১০:৫৪ পিএম
![জকিগঞ্জে ১ কোটি ৪১ লাখ টাকার ইয়াবা জব্দ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/05/image-781507-1709657686.jpg)
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে আসছে মাদকের বড় বড় চালান। মাদক কারবারিরা সিলেটজুড়ে নেটওয়ার্ক তৈরি করে ঘাঁটি গেড়ে বসে আসে সীমান্তে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও থামছে না মাদকের আগ্রাসন। মাদক ব্যবসা করে অনেকেই হঠাৎ করে রাতারাতি হয়ে ওঠেছে সম্পদশালী।
সোমবার অতীতের সব রেকর্ড ভঙ্গ করে জকিগঞ্জে র্যাবের হাতে ধরা পড়েছে এ যাবত কালের সবচেয়ে বড় ইয়াবার চালান।
এ সময় গ্রেফতার হয়েছেন- জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দী গ্রামের খলিলুর রহমানের ছেলে কুখ্যাত পেশাদার মাদক গডফাদার হোসাইন আহমদ হুশাই (৩৫) ও একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (৫১)। ওই দিন রাতে তাদের জকিগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব-৯-এর সুবেদার মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, হোসাইন আহমদ হুশাইর ঘর থেকে উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। মঙ্গলবার পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। আদালতে পাঠানো প্রতিবেদনে পুলিশ উল্লেখ করে, হোসাইন আহমদ হুশাইর বিরুদ্ধে থানায় চুরি ও মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে এবং সিরাজ উদ্দিনের বিরুদ্ধে আরও দুটি মামলা আছে।
মঙ্গলবার র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দী গ্রামের হোসাইন আহমদ হুশাইর বসতঘরে অভিযান চালিয়ে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি হোসাইন আহমদ হুশাই ও একই গ্রামের সিরাজ উদ্দিনকে গ্রেফতার করে। সিলেটে ইয়াবার সবচেয়ে বড় চালান এটাই বলে তিনি দাবি করেন।