Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে মেরিন টেকনোলজি

অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১০:৪২ পিএম

অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। রোববার বেলা সাড়ে ১১টায় মেরিন টেকনোলজির ক্যাম্পাস থেকে ফরিদপুর প্রেস ক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠানের সপ্তম পর্বের শিক্ষার্থী জিসাদ রহমানের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন-শিক্ষার্থী আব্দুর রহমান, হামিম প্রধান, রাহি সরকার, জীবন দাস, অহিদুল ইসলাম ও তুরাগ আহনাফ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা অধ্যক্ষের অপসারণ দ্রুত বাস্তবায়ন করে যোগ্য নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম